283 বার প্রদর্শিত
"যৌন" বিভাগে করেছেন Level 1

আমার বয়স বিশ পার।আমার  সাথে সেক্স করতে গেলে যোনিতে প্রবেশ করাতে গেলে শুধু সোজা একটা হাড় বাজে প্রবেশ হয়না।এমনি ১০০ এমজি ট্যাবলেট খেলেও একি রকম।সেই সাথে আমি তো কোন আকর্ষণ এ পাচ্ছি না।এমনকি স্তন ও অন্যান্য অংগগুলো গুলো চুম্বন করতে গেলে কোন ফিল হয়না উভয়েরি।অর্থাত কোনো আকর্ষনি হয়না।আমি এর আগেও সেক্স করেছি তখন সব ঠিক ছিল।একদিন সেক্সের ট্যাবলেট খেয়ে কাজ না হওয়ায় প্রচুর হস্তমৈথুন করি তার পর থেকেই এ অবস্থা।এরকমটা কেন হচ্ছে আমি জানতে চাই।আমি কি আর কখনো সুস্থ হতে পারব না একেবারেই পুরুষত্বহীন হয়ে গেছি?       

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 8
আপনার যৌন উত্তেজনা বাড়ানোর কোন ট্যাবলেট খাওয়া উচিত হয় নি।এসব ট্যাবলেট প্রথমে ভালো ফল দিলেও পরে এসব ট্যাবলেট কোন কাজে আসে না।এসব ট্যাবলেটের প্রচুর সাইড ইফেক্ট থাকে। আর আপনি এখন একজন ভালো যৌন বিশেষজ্ঞ ডাক্তারকে আপনার সমস্যার কথা বিস্তারিত তুলে ধরুন।আশা করছি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
27 অগাস্ট 2018 "যৌন" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...