পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হলো: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক।অর্থাৎ h α t^2। অর্থাৎ কোনো বস্তুকে যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তে দেওয়া হয় তবে এক সেকেণ্ডে যদি এটি h দূরত্ব অতিক্রম করে তবে দু'সেকেণ্ডে এটি h×2^2 বা 4h দূরত্ব, তিন সেকেণ্ডে এটি h×3^2বা 9h দূরত্ব অতিক্রম করবে। সুতরাং t1, t2, t3, ...... সেকেণ্ডে যদি বস্তুর অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে h1, h2, h3, ...... ইত্যাদি হয় তবে এই সূত্রানুযায়ী, h1/(t1)^2=h2/(t2)^2=h3/(t3)^2=......=ধ্রুবক।