আসলে বাংলাদেশের প্রায়ই সকল গ্রামে একি অবস্থা। বাংলাদেশের গ্রামগুলিতে নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে।২ জি পাওয়া গেলেও ৩ জি কিংবা ৪ জি পেতে খুবই কষ্ট হয়।আর ঘরের ভেতরে তো নেটওয়ার্ক একদমই পাওয়া যায় না। বাইরে এসে কথা বলতে হয় কিংবা ইন্টারনেট চালাতে হয়। মোবাইল অপারেটরগুলোরও বেহাল অবস্থা এরা শুধু টাকা নিতে জানে কিন্তু সেবা দেওয়ার বেলায় জিরো অবস্থানে রয়েছে৷
এখন কথা হচ্ছে আপনি কি করতে পারেন?
এখন আপনি তো সাধারণ জনগণ৷ টাওয়ার বসানোর ক্ষমতা তো আপনার নেই। আপনি এক কাজ করতে পারেন।এমন একটি জায়গা খুঁজে বের করুন যেখানে নেটওয়ার্ক সবসময় পাওয়া যায়।সেখান থেকে ইন্টারনেট কিংবা মোবাইলের যাবতীয় কাজ সারুন।