340 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 5
নির্বিক একটি সমস্যা সমাধানের বড় প্ল্যাটফর্ম। এই নির্বিককে আরো ইউজার ফ্রেন্ডলি করতে কিছু পরিবর্তনের প্রয়োজন মনে করছি। যেমনঃ নির্বিককে অ্যাপের আওতায় আনা। তাছাড়া নির্বিকে ভিডিও আপলোড দিয়ে সমস্যা সমাধান বা কোন বিষয়ে মোটিভেশনাল স্পিস দেওয়া বা শিক্ষণীয় কিছু ভিডিও আপলোড করার অপশন চালু করা। যাতে করে আমি বা আমরা কিছু ভিডিও নির্বিকে আপলোড দিতে পারি। তবে সেটা প্রশাসন কর্তৃক যাচাই করা হবে যে ভিডিওটি আপলোডের পর পাবলিশ করা হবে কি না। অথবা নির্দিষ্ট ব্যক্তিবর্গ ব্যতিত সাধারণ সদস্যরা তা করতে পারবে না। মোদ্দাকথা, নির্বিককে লেখালেখির পাশাপাশি ভিডিও সোশ্যাল সাইটে পরিবর্তন করার অনুরোধ জানাচ্ছি। এতে নির্বিকসহ তার সকল ইউজারদের জন্য তা মঙ্গলজনক হবে বলে আশা রাখছি। এবং আপনি যদি আমার সাথে সহমত পোষণ করেন তাহলে একটি আপভোট ও আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে অনুরোধটি হাইলাইট করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করবেন বলে আশা রাখছি। ধন্যবাদ। আর নির্বিকের জন্য আমার তরফ থেকে একটি স্লোগান.... "সমস্যা যেখানে নির্বিকারের মুখ করে ম্লান, নির্বিক সেখানে তার তরে বড় সমাধান।" স্লোগানটি ভালো লাগলে আশা করছি সাইটের হোম পেইজের কোন জায়গায় স্থান পাবে।
করেছেন Level 8
বিষয়টি খারাপ না ভালোই।আশা করছি ভেবে দেখা হবে। আর নির্বিকে ইউটিউবের যেকোন ভিডিও লিঙ্ক করা যায়।
করেছেন Level 7
হুমম ঠিক বললেন।

এই প্রশ্নটির উত্তর দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
23 সেপ্টেম্বর 2019 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...