428 বার প্রদর্শিত
"কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে করেছেন Level 2
অনলাইনে ফ্রি চাকুরী খোঁজার কোনো ওয়েবসাইট আছে কী? থাকলে লিংকটা দিন।

2 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 7
হ্যাঁ, অনলাইনে ফ্রি চাকরি খোঁজার ওয়েবসাইট আছে । আপনি 'Bdjobs.com'- সাইটটা দেখতে পারেন । এটি লিংক হলোঃ https://bdjobs.com/ । আপনি চাইলে সাইটটা বিনামূল্যে চালাতে পারেন । কারণ এটি ফ্রি বেসিকের সাইটগুলোর তালিকায় যোগ করা আছে । ফ্রি বেসিকে যান । তারপর শিক্ষা ও চাকুরী ক্যাটেগরিতে প্রবেশ করুন । এখন, সাইটটা খুঁজুন এবং পেয়ে গেলেন । এখন, আপনি ঘরে বসেই, যেকোনো জায়গার চাকুরী খুঁজুন । বিভিন্ন সাইটে ভুয়া তথ্য দিয়ে থাকে । কিন্তু এটাতে সরকারিভাবে সকল চাকুরীর সত্য তথ্য পাবেন । যার ফলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই ।
+1 টি ভোট
করেছেন Level 2

অনলাইনে ফ্রিতে চাকুরী খোঁজার এখন অনেক ওয়েবসাইট আছে। আমিও একটার লিঙ্ক দিচ্ছি।

bekarpoint.com -  আমি বিশেষভাবে এই ওয়েবসাইটের নাম বলবো কারণ এই ওয়েবসাইটে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশ করা হয়।

আর ডাউনলোড লিঙ্ক হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে। তাই প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই। 

করেছেন Level 8
ধন্যবাদ সাইটটি শেয়ার করার জন্য।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...