কারো মনে এই প্রশ্ন জাগলে, আগে আমার প্রশ্নের উত্তর দিন । আপনি কী আপনার আত্মাকে দেখেছেন? আপনি কী আপনার কানের শুনা দেখেছেন? আপনি কী চোখের আলো দেখেছেন? আপনি কী আপনার নাকের শ্বাস-প্রশ্বাস দেখেছেন? আপনি কী গরম দেখেছেন? এভাবে অনেক প্রশ্নই করা যায় । এসব কিছুই আপনি দেখেননি, কিন্তু বিশ্বাস করছেন, এসবতো সৃষ্টি । এগুলো যদি না দেখে বিশ্বাস করা যায়, তাহলে সৃষ্টিকর্তাকে (আল্লাহ্) কেন বিশ্বাস করা যাবে না? যখন আপনি সবগুলো না দেখে মেনে নিবেন, আল্লাহকে মুখে বলবেন, অন্তরে বিশ্বাস করবেন, তাঁর হুকুম মেনে চলবেন, তাহলে আপনি তাঁর প্রিয় বান্দা হয়ে যাবেন । আল্লাহ্ আপনাকে দয়া করবেন, মায়া করবেন, মরণের পর জান্নাত দিবেন । (নির্বিক.কম আপনার/আপনাদের সেবায় নিয়োজিত)