আমি নিসঃঙ্গ ও হতাশগ্রস্থ অবস্থায় যে সেরা কাজটি করেছি, সেটি হলো -ধৈর্য ধারণ । কারণ ধৈর্যশীলদের আল্লাহ্ ভালোবাসেন । বিপদে ধৈর্য ধারণ করলে পরকালে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়া যায় । কেননা, ধৈর্য গুণের চেয়ে আর গুণ নাই । যে ধৈর্য ধরে সেই রয় । যে না হতাশ হয় সে সফল নাহি হয় । এছাড়া ধৈর্য ধারণের পাশাপাশি আমি যে কাজটি করেছিলাম সেটা হলো, ধৈর্য নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা । কারণ, আল্লাহ্ বলেছেন, "মানুষ যা চাই, তাই পাই । যদি সে চেষ্ট করে" । ধন্যবাদ, নির্বিকের সকল সদস্যবৃন্দদের ।