941 বার প্রদর্শিত
"অন্যান্য" বিভাগে করেছেন Level 5
"নির্ভীক" শব্দের অর্থ নির্ভয়, ভীতিহীন অথবা ভয়হীন। সাইটটির নাম নির্ভীক নয়। বরং সাইটির নাম হলো নির্বিক( Nirbik)। কিন্তু বাংলায় "নির্বিক" কোন শব্দ এখনো আমার চোখে পড়েনি। এর কি কোন অর্থ আছে? নাকি নামটি নির্বাচনে বিশেষ কোন কারণ রয়ছে? থাকলে তা কি? বিস্তারিত জানাবেন। বিঃদ্রঃ আপনি যদি জেনে না থাকেন এবং যদি জানতে আগ্রহী হন, তাহলে মন্তব্য/সম্মত ভোট যোগ করতে পারেন। যাতে কৌতূহলটি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 8
ধন্যবাদ সুন্দর করে প্রশ্নটি করার জন্য।নির্বিক শব্দটি নেওয়া হয়েছে মূলত বাংলা নির্বিকার শব্দ থেকে।অর্থাৎ নির্বিকার শব্দটির সংক্ষিপ্ত রূপ করে নির্বিক শব্দটি নেওয়া হয়েছে।মানুষ যখন নির্বিকার হয়ে বিভিন্ন সমস্যায় পড়ে তখন নির্বিক ডট কমে আসে সেই সমস্যার সমাধান খুঁজতে।আমি এতটুকুই জানি।নির্বিক ডট কমের মূল এডমিন আরো ভালো বলতে পারবেন।   
করেছেন Level 5
+1
অসাধারণ সুন্দর উত্তর। ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
12 নভেম্বর 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন shompa Level 5
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...