ভিটামিন 'এ'-এর অভাজনিত সমস্যাগুলো হলোঃ ১. দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় । ২. চোখ সুস্থ রাখতে ও দৃষ্টিশক্তি সংরক্ষণে বাধা সৃষ্টি হয় । ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, ঘন ঘন অসুস্থ হয় । ৪. হজম ক্ষমতা হ্রাস পায়, প্রায়শই পেটের অসুখ হয় ও ডায়রিয়া দীর্ঘস্থায়ী হয় । ৫. ত্বক খসখসে হয় । ৬. চুল লালচে হয় এবং সহজেই পড়ে যায় । ৭. রাতকানা রোগ হয়, যা ভিটামিন এ ক্যাপসুল খেয়ে সহজেই দূর করা যায়, চিকিৎসা না করলে দৃষ্টিশক্তির ক্রমাবনতি ঘটে এবং স্থায়ী অন্ধত্ব হয় । ৮. শিশুদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয় ।