উত্তরঃ জাহান্নাম সম্পর্কে কিছু হাদিস হলোঃ ১. জাহন্নামের (গভীরতা অমুসলিমদের জন্য) উপর থেকে ছেড়ে দেয়া একটি পাথর ৭০ বছর পর জাহান্নামের নিম্নস্থানে পৌঁছবে । (মুসলিম) ২. জাহান্নামকে হাশরের ময়দানে হাজির করতে চারশত নব্বই কোটি ফেরেশতার দরকার হবে ।(মুসলিম) ৩.জাহান্নামীদের শরীরের চামড়া ৬৩ ফুট মোটা হবে । (তিরমিযী শরিফ) ৪.জাহান্নামীদের এতো বেশি পরিমাণে চোখের পানি ঝরাবে যে, তাতে নৌকা চলাচল করতে পারবে । (মুস্তাদরাকে হাকেম) ৫.জাহান্নামের আগুন হবে গাঢ় কালো বর্ণের । (মালেক) ৬.জাহান্নামীদের সউদ নামী আগুনের পাহাড়ে উঠতে, ৭০ বছর সময় লাগবে । আবার, সেখান থেকে অবতরণ করতেও ৭০ বছর সময় লাগবে । আবার, এখান থেকে মাথায় উঠার জন্য বলা হবে । (আবু ইয়ালা) ৭.জাহান্নামীদের শাস্তি প্রদানের জন্য এমন ভারী আগুনের গুর্জ হবে যে, মানুষ ও জ্বিন একত্রে মিলে তা উপরে উঠাতে পারবে না ।(আবু ইয়ালা) ৮. জাহান্নামের বিচ্ছুর আকার খচ্চরের ন্যায় আর কাফেরেরা এর দংশনের ব্যাথা ৪০ বছর পর্যন্ত অনুভব করবে । (আহমদ) ৯.জাহান্নামীদের জাহান্নামে উপুর করে, হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে । (মুসলিম) ১০. জাহান্নামীদের খাওয়ার একটি টুকরা দুনিয়াতে পাঠানো হলে, এ দুনিয়ার প্রাণীগুলোর জীবন