394 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 7

3 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8
ফ্রি বেসিক এর সকল ধরনের সুবিধা পাওয়া যায় না। তাই রিপোর্ট বাটনটাও ফ্রি বেসিকে কাজ করে না।
করেছেন Level 7
কিন্তু ভাই আমি তো এখন ফ্রি ব্যাসিকের দ্বারাই নির্বিক চালাই আর রিপোর্ট তো করতেই পারছি।
করেছেন Level 8
এই প্রশ্নটিই অনেক আগের ,যখন প্রশ্নটা করো তখন রিপোর্ট করা যেত না।
করেছেন Level 7
জি ভাই বোঝতে পেরেছি ।তো নির্বিকে এত দিন পর আসলেন যে।
0 টি ভোট
করেছেন Level 2
ফ্রী বিসিকে যদি সব অপশন না পাওয়া যায়,তাহলে অনেকেই এই সাইটে আসতে চাইবে না
করেছেন Level 7
কেন আপনি তো রিপোর্ট করতেই পারবেন।আপনাকে এই সুবিধা দেওয়া আছে।প্রয়োজনে প্রয়োগ করতে পারেন।
0 টি ভোট
করেছেন Level 7
কে বলেছে ফ্রি ব্যাসিক এর দ্বারা নির্বিকে রিপোর্ট করা যায় না।আমী তো প্রায় বেশি সময়েই ফ্রিতেই নির্বিক চালাই। আর রিপোর্ট তো করতেই পারি প্রমান স্বরুপ দেখেন তুহিন ভাইয়ের প্রশ্ন টিতে রিপোর্ট করে দিয়েছি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...