মাথাব্যাথার জন্য ঘরোয়া নিরময়যোগ প্রতিষেধক সম্পর্কেঃ আপেল খাওয়া মাথাব্যাথার জন্য ভালো কাজে করে । খাবার সময় এতে সামান্য লবণ মিশাতে হবে । যখন ঠান্ডা বাতাসের কারণে মাথাব্যাথা করে, তখন দারুচিনি সবচেয়ে ভালো কাজ করে । পানির সাথে দারুচিনির মিশ্রণ তৈরি করুন এবং এটা আপনার কপালে লাগান । ধন্যবাদ, নির্বিকের সাথেই থাকুন ।