মাড়ির দাঁত ব্যাথায় করণীয়ঃ সাধারণ দাঁত ব্যাথার জন্য আপনার মুখে একটি লবঙ্গ রাখুন । এটাকে ব্যাথাযুক্ত দাঁতের মাঝখানে রাখে, চুষতে থাকুন। এমনকি আক্রান্ত দাঁতের উপরে আপনি লবঙ্গ নির্যাস দিতে পারেন । রসুনও দাঁতব্যাথা নিরাময় করে । রসুনের কোয়া ব্যাথাযুক্ত দাঁতের উপর রেখে, মৃদুভাবে চিবাতে হবে । এর রস রোগমুক্তির জন্য ভালো কাজ করে । এক চিমটি গোলমরিচের গুড়া সাধারণ লবণের সাথে মিশিয়ে, আক্রান্ত দাঁতে দিলে ভালো কাজ করে । এটা বিশেষভাবে দাঁতের অতিরিক্ত সংবেদনশীলতার বিরুদ্ধে বিশেষভাবে কাজ করে । অসংখ্য ধন্যবাদ ।