240 বার প্রদর্শিত
"ব্যাবসা ও চাকুরী" বিভাগে করেছেন Level 8

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 5
 
সর্বোত্তম উত্তর
বেকারত্ব সৃষ্টির পেছনে ৩টি কারণ রয়েছে। তা হলোঃ ১/অলসতা। ২/আত্মবিশ্বাসের অভাব। ৩/ভুল মনোভাব বা ভুল চিন্তা ধারা। এ তিনটি বিষয় যদি কারো মাঝে বিরাজমান থাকে তাহলে সে বেকার হওয়ার সম্ভাবনা থাকে। বেকারত্বের প্রথম কারণ হলো অলসতা। অলসতা মানুষকে ধ্বংস করে দেয়। অলসতার কারণে অনেকেই কাজের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলে। ফলে সে ধীরে ধীরে বেকার জীবনে ফিরে যায়। এই অলসতা বাঙালীর কাছে সব থেকে বেশি দেখা যায়। দ্বিতীয়তে বেকারত্বের যে কারণটি হলো তা আত্মবিশ্বাসের অভাব। অর্থাৎ আমার পক্ষে কোন কিছুই সম্ভব নয় এমন ধারণা পোষণ করা। যে কোন কাজ নিজে না করে অন্যের সাহায্যে করা। নিজের কাজের পদ্ধতি বা নিজের কাজ বলে ভুল মনে করা। এমন ধারণা থাকলে আপনি অতি শিঘ্রই বেকারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এমন পরিস্থিতি আপনাকে কাজের প্রতি অবহেলা বাড়িয়ে দেবে। ফলে কাজ আপনাকে নতুবা আপনি কাজকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বেকারত্বের সর্বশেষ যে কারণটি রয়েছে তা হলো ভুল মনোভাব বা ভুল চিন্তা ধারা। এটি বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উচ্চ শিক্ষা শেষ করা বেকারের মাঝে এটি সবথেকে বেশি দেখা যায়। যদি এটি কোনভাবে কাটিয়ে ওঠা যায়। তাহলে বাংলাদেশের দুই তৃতীয়াংশ বেকারকে আমরা দেশের জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারব। তৃতীয় কারণ ভুল মনোভাব বা ভুল চিন্তা ধারায় রয়েছে কোন কাজকে ছোট মনে করা। অর্থাৎ একজন উচ্চ শিক্ষা শেষ করা বেকার মনে করে যে কৃষি কাজ তার জন্য সঠিক নয়। বা কৃষিকাজ তার ডিগ্রির মান দেয় না। অথবা অন্য কোন ছোট-কাট ব্যবসা তার সম্মান বা ডিগ্রিকে ডুবিয়ে দেয় বলে মনে করে। ফলে সে কোন চাকুরী না পেলে বেকার হয়ে বসে থাকে। অথচ সে চাইলেই আত্মকর্মসংস্থান সৃষ্টি করতো পারে। ✅(কৃষি কাজসহ বিভিন্ন কাজের মাধ্যমে) কিন্তু তার ভুল চিন্তা ধারার কারণে সে তা করতে পারে না। সে কখনোই ভাবে না যে চাকুরী অপেক্ষা নিজের উদ্যোগে কোন কিছু করা গর্বের বিষয়। আসলে বর্তমানে প্রেক্ষাপটে মানুষ পড়াশোনা করে চাকুরীর উদ্দেশ্যে। শিক্ষিত ও উন্নত মানুষ হওয়ার উদ্দেশ্যে নয়। সমস্যাটা মূলত এখানেই। তারা ভাবে না যে চাকরের কাজকে বলে চাকুরী। ✔(বিঃদ্রঃ এই বাক্যের উদ্দেশ্য চাকুরীকে হেয় বা ঘৃণা করা নয়। তাই বাক্যটি কেউ ভুলভাবে নেবেন না। তাদের চিন্তা ধারার মতো ভাবলে চাকুরী সম্পর্কে এমনটি মনে হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হয় না।)★ তাই অন্যের অধীনে কাজ করা অপেক্ষা নিজে কিছু করা অনেক শ্রেয়। আর আমাদের সমাজও উচ্চ শিক্ষিত ছেলের কৃষিকাজকে ছোট নজরে দেখে। ★তাই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন। আমাদের উন্নত বিশ্বের দিকে নজর দেওয়া উচিত। যেসব দেশে ১০০% শিক্ষিত সেসব দেশে কি কৃষি কাজ নেই❓তারা পারলে আমরা কেন পারব না❓ তাই দরকার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। বেকার ও বেকারত্ব বিষয়ে লিখতে গেলে একটি বড়-সড় বই লিখা হয়ে যাবে। সারসংক্ষেপ লিখেছিমাত্র। ✅✅ যদি উত্তরটি ভালো লেগে থাকে, তাহলে একটু কষ্ট করে একটি সম্মত ভোট প্রদান করুন। আপনার একটি সম্মত ভোট আমাকে লিখতে উৎসাহ যোগায়। আর এ বিষয়ে কোন প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করুন। ধন্যবাদ। যে কোন প্রয়োজনে আমিঃ  www.facebook.com/grmanik.kutubi.7

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

3 টি উত্তর
17 মে 2019 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
0 টি উত্তর
13 এপ্রিল 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md.Abdul Hannan Level 4
2 টি উত্তর
10 মার্চ 2022 "ব্যাবসা ও চাকুরী" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
29 ফেব্রুয়ারি 2020 "যৌন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
1 উত্তর
28 ডিসেম্বর 2018 "আইকিউ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...