উত্তরঃ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হল কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলের এমন একটি ভাষা, যেটা মেমোরিতে ডেটার কীভাবে হিসাব রাখে, সেটা জানতে সাহায্য করে । মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা খুবই কঠিন, তাই অ্যাসেম্বলি ভাষা তৈরি করা হয়েছে । অ্যাসেম্বলার দিয়ে এই অ্যাসেম্বলি ভাষাকে, মেশিন ভাষায় রুপান্তর করে । অ্যাসেম্বলার হল একটি কম্পিউটার প্রোগ্রাম, যা অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় পরিণত করে ।