রক্তস্বল্পতার সমস্যাসমূহঃ ১. স্মৃতিশক্তি হ্রাস পায়, পড়া মনে থাকে না বা লেখাপড়ায় অমনোযোগ । ২. কর্মক্ষমতা হ্রাস পায়, অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যায় । ৩. রক্তের হিমোগ্লাবিন তৈরিতে ব্যাহত সৃষ্টি হয় । ৪. গর্ভবতী মা রক্তস্বল্পতায় ভুগলে, গর্ভের সন্তানও রক্তস্বল্পতায় ভোগে । ৫. নখ ভংগুর ও ফ্যাকাসে হয় । ধন্যবাদ, নির্বিকের সাথেই থাকুন ।