উত্তরঃ প্রতিশব্দ- সমার্থক বা একই অর্থবিশিষ্ট ভিন্ন ভিন্ন শব্দের প্রত্যেকটিকে প্রতিশব্দ বলে । বাংলা ভাষায় অনেকগুলো শব্দ আছে যাদের অর্থ এক হলেও ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য তাদের ব্যবহারের তারতম্য আছে । তাই একই(সমান অর্থবোধক শব্দ) শব্দ বার বার ব্যবহার না করে, স্থান ভেদে তাদের প্রতিশব্দ ব্যবহার করলে সহজ, সুন্দর, শ্রুতিমধুর ও সাবলীল হয় ।