উত্তরঃ ইংরেজিতে কথা বললে অনেকেই খুব শিক্ষিত মনে করেন কারণ- তাঁরা জানান যে, শিক্ষিত মানুষই ইংরেজিতে কথা বলতে পারেন । সাধারণত আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে পারি । তখন দেখা যায়, যারা পড়ালেখা জানে না তাঁরা এটা দেখে একটু বিস্মিত হন । তাঁরা মনে করেন যে, "এই ব্যক্তি তো ইংরেজিতে কথা বলতে পারে, বোধহয় খুব বেশি শিক্ষিত । আমরা তো ইংরেজি বুঝিই না ।" তাই যখন আপনি ইংরেজিতে কথা বলেন তখন, এসব অশিক্ষিত লোক এক্ষেত্রে আপনাকে বেশি শিক্ষিত মনে করেন । আর যারা ইংরেজি বোঝে তাঁরা আপনাকে তাদের মতই সাধারণ মানুষ মনে করেন ।