কথায় আছে নিজে যাকে বড় বলে বড় সে নয়,সবাই যাকে বড় বলে বড় সে হয়।নিজে যাকে বড় বলে যে নিজেই নিজে প্রশংসা করে অপর ব্যাক্তিকে ছোট চোখে দেখে এবং অপমান করে সে যেন অংকারে সামিল হল।যখন আল্লাহ তায়ালা ইবলিশকে আদম (আ:) সিজদা করতে বলল তখন ইবলিশ অংকারের বশবর্তী হয়ে বলেছিল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি,আমি তাকে কেন সিজদা করব?অথাৎ বোঝা গেল সে নিজের প্রশংসা নিজেই করেছিলে । ~~~~~~~~~~~~ নিজেকে ছোট দৃষ্টিতে বিবেচনার দু,আ #উচচারণ : আল্লা হুম্মাজ আলনী ছবুরান,ওয়াজ আলনী শুকুরান,ওয়াজ আলনী ফী আইনী ছগীরান,ওয়া ফী আ'ইউনিন্না সি কাবীরান। *অথ : হে আল্লাহ! আমাকে ধৈর্যশীল এবং শোকরকারী বানিয়ে দিন।আমার নিজের চোখে (জ্ঞানে/চিন্তায়) আমাকে ছোট করে দিন এবং অন্য সকলের দৃষ্টিতে বিবেচনায় আমাকে বড় (মর্যাদাবান) করে দিন। @উৎস : মেশকাত; বাযযার : (হযরত বুরাইদাই ইবনে খুছাইব (রা:) হতে বর্ণিত হাদিস)