উত্তর: কুয়াকাটা সম্পর্কে অনুচ্ছেদ দেওয়া হল:- কুয়াকাটা বাংলাদেশের একটি সুপরিচিত পর্যটন কেন্দ্র । এটি সাধারণভাবে "সাগর কন্যা" নামেই পরিচিত । এটি পটুয়াখালী জেলার কালাপাড়া উপজেলায় অবস্থিত । এটি ঢাকা থেকে ৩২০ কি.মি. এবং পটুয়াখালী জেলা সদর থেকে ৭০ কি.মি. দূরে । দর্শনার্থীরা এখানে সূর্যোদ এবং সূর্যাস্ত দু'টোই দেখতে পায় । সৈকতটি ১৮ কি.মি. দীর্ঘ এবং ২ কি.মি. প্রশস্ত । কুয়াকাটা নামটি বাংলা শব্দ 'কুয়া' যার অর্থ কূপ থেকে এসেছে যেটি আদি রাখাইনরা নদীর তীরে খাবার পানি সংগ্রহের জন্য খনন করেছিল । পরবর্তীতে বিশুদ্ধ খাবার পানির জন্য কূপ খনন করা একটা ঐতিহ্যে পরিণত হয়েছিল । এভাবেই এটি কুয়াকাটা নামে পরিচিত হয়ে ওঠে । বালুময় সৈকত, সারি সারি নারিকেল গাছ, নীল আকাশ, বঙ্গোপসাগরের স্বচ্ছ জলরাশি এবং আশেপাশে চিরহরিৎ বনভূমির সমন্বয়ে কুয়াকাট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সম্মেলন ।