হ্যাঁ, এমন কিছু বিশেষ গুণ আছে যা ব্যক্তি বিশেষের মধ্যে না থাকলে ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। তবে এখানে ব্যর্থতা বলতে একান্ত নিজের প্রচেষ্টায় করা কার্যতে সঠিক ফলাফল অনুপস্থিতকে বুঝিয়েছি। সংক্ষেপে গুণগুলো হলোঃ ১/ আত্মবিশ্বাসের অভাব। ২/ অলসতা অর্থাৎ অধ্যবসায়ের প্রতি অনীহা। ৩/ লক্ষ্য ঠিক না থাকা। ৪/ উন্নত জীবনের (আর্থিক দিক থেকে নয়) স্বপ্ন না দেখা। ৫/ সমাজ, দেশ তথা মানুষের প্রতি শ্রদ্ধাবোধ না থাকা। ইত্যাদি। যে কোন প্রয়োজনে আমিঃ www.facebook.com/grmanik.kutubi.7 ধন্যবাদ।