উত্তরঃ জীবনকে উপভোগ করা নাকি অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো- এদের মধ্য 'অভীষ্ট লক্ষে পৌঁছানো' এই বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ । কারণঃ পৃথিবী যুগ যুগ ধরে আবর্তিত হচ্ছে । এ আবর্তনই মানবজীবনে স্বাভাবিক । লক্ষ্যহীন জীবন উচ্ছৃঙ্খলতায় পরিপূর্ণ । উচ্ছৃঙ্খলতা চিরকালই আত্নধ্বংসী । তাই প্রত্যেক মানুষরই জীবনকে উপভোগ না করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা থাকা উচিত । তাছাড়া জীবনকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে জীবনকে যে অভীষ্ট লক্ষ্যে পরিচালিত করা হবে ভবিষ্যতের জীবন কর্মও সে পথেই চলবে । এজন্য জীবন চলার পথে চাই সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত পথ রেখা । তাই আমার কাছে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো বিষয়টি গুরুত্বপূর্ণ ।