উত্তর: বাংলাদেশের একমাত্র জলপ্রপাত হল:- মাধবকুন্ড জলপ্রপাত । এটি সম্পর্কে পুরো জানানো হল:- মৌলিবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুন্ড জলপ্রপাত । প্রকৃতির অপরূপ লীলা নিকেতন এই জলপ্রপাতটি প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের উপর থেকে জলরাশির গা বেয়ে অবিরাম ধারায় সাঁ সাঁ শব্দে নিচে পড়ছে । অবিরাম পতনের ফলে নিচে সৃষ্টি হয়েছে কুন্ডের আর কুন্ডের প্রভাবমান স্রোতধারা শান্তির বারিধারার মতো মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে । পাহাড়ের উপর দিয়ে পাথরের উপার দিয়ে ছুটে আসা পানির স্রোত দুইভাগে বিভক্ত হয়ে হঠাৎ খাড়াভাবে উঁচু পাহাড় থেকে একেবারে নিচে নেমে যায় । এতে দুটি ধারা সৃষ্টি হয় । বর্ষাকেলে ধারা ২টি মিশে যায় । জলরাশি যেখানে পড়ছে তার চর্তুদিকে পাহাড়, নিচে কুন্ড । কুন্ডের ডান পাশে একটি পাথরের গহ্বর বা গুহার সৃষ্টি হয়েছে । মূল জলপ্রপাতের বাম পাশে প্রায় ২০০ গজ দূরে আর একটি পরিকুন্ড নামের জলপ্রপাতের সৃষ্টি হয়েছে ।মৌলিবাজার জেলা থেকে এই মাধবকুন্ডের দূরত্ব ৭০ কি.মি ।