উত্তরঃ পরিশ্রমী নয় বুদ্ধিদীপ্ত, যেভাবে পড়াশোনা করা যায় সেটা উল্লেখ করা হলঃ বুদ্ধিদীপ্তের মাধ্যমে ভালোভাবে পড়াশোনা করা যায় । বুদ্ধিদীপ্তের মাধ্যমে বুঝে বুঝে পড়াশোনা করা হলে সফল অনিবার্য । কারণঃ না বুঝে পড়া মুখস্থ করলে তো পড়া ভুলে যাবেনই । শুধু কি তাই? না বুঝে পড়ার আনন্দটাই মাটি । না বুঝার কারণে পড়া মুখস্থ করতেও আপনার সময় নষ্ট হবে । যার কারণে আপনাকে একটি পড়া বার বার পড়তে হবে । বুঝে পড়লে পড়া মনে রাখার জন্য বেশি সময় লাগে না । সে সময়টুকু বাঁচলে আপনি আরও অন্যান্য বিষয় পড়ে ফেলতে পারবেন । না বুঝে পড়া মুখস্থ করলে বোঝার ক্ষমতাও ধীরে ধীরে কমে যায়, সৃজনশীলতাও মরে যায় । মুখস্থ বিষয়বস্তু নিজের জীবনে কাজে লাগানো যায় না । এজন্য পড়াটা ভালোভাবে বুঝতে হবে । পড়া ভালোভাবে বুঝে বিষয়বস্তু সংশ্লিষ্ট সমস্যা বা প্রশ্নগুলো অনুশীলন করতে হবে । বিষয়টি গভীরভাবে চিন্তা করতে হবে । এর ফলে বিষয়টি শুধু পাঠ্যবিষয়ের মাঝে সীমাবদ্ধ থাকে না । এমনকি জীবনে সমস্যা সমাধানে কোনো একদিন কাজে লাগাতে পারেন । বুদ্ধিদীপ্তের সাথে এভাবে পড়াশোনা করা যায় ।