উত্তর: চুম্বক যেভাবে আবিষ্কৃত হলো তা বিস্তারিত বলা হল: এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামক এক জায়গায় মানুষ এক অদ্ভত পাথরের সন্ধান পেল । আশ্চর্য তার গুণ । দেখা গেল ওই পাথরের রয়েছে লোহার টুকরোকে ধরে রাখার চমৎকার ক্ষমতা । কৌতূহলী মানুষ লোহা সেই পাথরের কাছে নিয়ে বার বার পরখ করে দেখল । প্রত্যেক বারই দেখা গেল অদৃশ্য কোনো এক শক্তিতে পাথরটি সেগুলোকে কাছে টানছে । আর সেগুলো পাথরের গায়ের সঙ্গে এসে লেপ্টে বসেছে । পাথরের এই অদৃশ্য আর্কসণ শক্তি দেখে মানুষ বিস্মিত হলো । এভাবেই আবিষ্কৃত হলো চুম্বক পাথর । ম্যাগনেশিয়াতে এই পাথর পাওয়া গেছে বলে সে জায়গার নাম অনুসারে এই আশ্চর্য পাথরের নাম রাখা হলো ম্যাগনেটাইট । চুম্বকের গুণকে কাজে লাগিয়ে পর বিজ্ঞানি আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন এক মহা প্রয়োজনীয় যন্ত্র । সে যন্ত্রকে বলা হয় কম্পাস বা দিগদর্শন যন্ত্র ।