উত্তর: আমেরিকা মহাদেশ যেভাবে আবিষ্কৃত হলো তা বিস্তারিত বলা হল: ক্রিস্টোফার কলম্বাস ছিলেন স্প্যানিস নাবিক । রাজা-রানির খুব প্রিয়ভাজন ছিলেন তিনি । রাজকীয় পৃষ্টপোষকতা ও উৎসাহে একবার তিনি মহাসমুদ্র অভিজানে বের হন । সান্টামারিয়া, পিন্টা ও নিনা নামের তিনটি জাহাজ নিয়ে কৌতূহলী নাবিকগণ এ সমুদ্রযাত্র করেন । তখনও পৃথিবীর সব অংশের মানুষের সাথে মানুষের আলাপ পরিচয়ের সুযোগ আসেনি । রহস্যময় পৃথিবীর দিকদিগন্তে মানুষের পদচিহ্ন তখনও পড়েনি । কলম্বাস ও তাঁর সহযাত্রীদের লক্ষ ছিল ভারতে পৌঁছানো । দিকচিহ্নহীন মহাসাগরের দ্বীপ চিরে এই অভিযাত্রা ছিল বিপদসংকুল ও অনিশ্চিয়তায়া ঠাসা । বিশ্বজয়ের দুর্বার আর্কষণে নাবিকগণ সকল বাধা অতিক্রম করেতে সংকল্প করেন । সকল বাধা অতিক্রম করে ১৪৫২ সালের এক মাহেন্দ্রক্ষণে কলম্বাস পা রাখলেন এক দ্বীপে । তিনি ভেবেছিলেন দ্বীপটি ভারতের কাছাকাছি কোথাও হবে । তাই এর নাম দেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিশ ভারতীয় দ্বীপপুঞ্ছ । এভাবেই তিনি আবিষ্কার করেলন আমেরিকা মহাদেশ । আর এভাবেই আবিষ্কত হলো আমেরিকা মহাদেশ ।