যেমন কর্ম, তেমন ফল । _______________________ ছেলে আর বাবা পাহাড়ে উপর দিয়ে হাঁটছে । হঠাৎ ছেলেটি পড়ে গিয়ে আঘাত পায় এবং চিৎকার করে বলে, আহহ! সে পাহাড়টির কোনো স্থানে কণ্ঠস্বরটির পুনরাবৃত্তি 'আহহ'! সে এটা শুনে বিস্মিত হয় । সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? এই একই কথা সে আবারও শুনতে পায় । তারপর চিৎকার করে বলে, আমি তোমার প্রশংসা করছি । সে একই উত্তর পেয়ে খুবই রাগন্বিত হয় এবং তাঁর বাবার দিকে তাকিয়ে বলে, এসব কী হচ্ছে, বাবা? বাবা বলেন, শোন, বাছা । তারপর বাবা চিৎকার করে বলে, তুমি একজন বীরপুরুষ । কণ্ঠস্বরটি এটি ফিরিয়ে দেয় । ছেলেটি অবাক হয়, কিন্তু বুঝতে পারে না । তখন বাবা ব্যাখা করেন, এটি হলো প্রতিধ্বনি, কিন্তু এটি জীবন । তুমি যা কিছু করো বা বলো এটি তোমাকে তাই ফিরিয়ে দিবে । তুমি যদি ভালোবাসা চাও, তাহলে তোমার হৃদয়ে ভালোবাসা সৃষ্ট করো । তুমি যদি তোমার দলে আরও বেশি দক্ষতা চাও, তাহলে তোমার নিজের দক্ষতা বৃদ্ধি করো । এ সম্পর্ক জীবনের জীবনের সকল ক্ষেত্রে, প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য । জীবন তোমাকে প্রত্যেকটি জিনিস ফিরিয়ে দিবে, যা তুমি একে দেবে ।