সব কিছুরই আলাদা একটা বিশেষ বৈশিষ্ট থাকে ।পোষাক পরিধানের ক্ষেত্রেও যেমন আছে নারির স্বতন্ত্র বৈশিষ্ট, তদ্রুপ পুরুষেরও একটা ভিন্ন বৈশিষ্ট আছে। পোষাকের ক্ষেত্রে পুরুষের বৈশিষ্ট হলো-মহিলাদের পোষাকতূল্য না হওয়া। লাল,কমলা,হলুদ এ কালারগুলো সাধারনত মহিলাদেরই মানানসই হয়। সুতরাং পুরুষ-মহিলার ভিন্নতার বিবেচনায় পুরুষের কালারগুলো চয়ন না করাই উত্তম। এ প্রসঙ্গে সবচেয়ে বড় প্রমাণ হলো-আমাদের নবী(হযরত মুহাম্মাদ সাঃ)। তিনি সবসময় লাল ও হলুদ পোষাক অপছন্দ করতেন। পক্ষান্তরে সাদা পোষাক ছিল তার নিকট অত্যাধিক প্রিয়।