উত্তর: আইফেল টাওয়ার সম্পর্কে বলা হল: আইফেল টাওয়ার প্যারিসের ১টি জাফরি টাওয়ার । এটা ১৮৮৯ সালে নির্মিত হয় । এখন এটা ফ্রান্সের প্রতীক । এটা পৃথিবীর ১টা উল্লেখযোগ্য নিমার্ণ কাঠামো হিসেবে স্বীকৃত । এই দালান ফ্রান্সের সবচেয়ে উচুঁ হিসেবে বিখ্যাত এবং পৃথিবীর সবচেয়ে বেশি-প্রদর্শিত স্থাপনা । লাখ লাখ লোক প্রতিবছর এটাতে আহোরণ করে । এটা ৩২০ মিটার (১০৫০ ফিট) , প্রায় ৮১ তলা দালানের মতো উচুঁ । দালানে দর্শনার্থীদের জন্য ৩টি স্তর আছে । ১জন দর্শনার্থীকে নিচ তলা থেকে ১ম স্তর পর্যন্ত উঠতে ৩০০ ধাপ হাঁটতে হয় । ১ম এবং ২য় স্তররের দূরত্ব একই । ৩য় এবং সর্বোচ্চ ধাপে শুধু লিফটে চড়ে উঠা যেতে পারে । দালানটি প্রকৌশলী গুস্তাভ আইফেলের নামে নামকরণ করা হয়েছে , যার প্রতিষ্ঠান দালানটির নকশা করেছে এবং এটি নিমার্ণ করেছে ।