ফাস্টফুড বলতে এমন খাবারকে বোঝায় যেগুলো তাড়াতাড়ি তৈরি ও পরিবেশন করা হয়।যেকোন খাবার যেটি তৈরিতে অল্প সময় লাগে তাকে ফাস্টফুড হিসেবে গন্য করা যেতে পারে।কিন্তু সচরাচর সেই সব খাবারকে ফাস্টফুড ধরা হয় যেগুলো হোটেল রেস্তোরাঁতে বিক্রি করা হয়ে থাকে। কিছু ফাস্টফুডের উদাহারন বার্গার , ফ্রাইড ,চিকেন , হট ডগ ইত্যাদি।তবে এই খাবার গুলো বারবার খাওয়া সাস্থের জন্য অনেক ক্ষতিকর।