বাগধারা শব্দের অর্থ কথা বলার 'বিশেষ ঢং' বা 'রীতি'।এটা এক ধরনের গভীর ভাব ও অর্থবোধক শব্দ বা শব্দঘুচ্ছ।বাগধারার সাহায্যে নতুন এবং বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ তৈরি হয়।একে 'বাগ্বিধি' ও বলে।ইংরেজিতে একে 'ইডিয়ম' বলে।এক কথায়,আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে,তখন আমরা তাকে বাগধারা বলে।যেমনঃঅন্ধকারে ঢিল ছোড়া(আন্দাজে কাজ করা)।