মুঠো ফোন হলো মানব প্রজাতির সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। কম্পিউটারের মুঠো ফোন আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে সাহায্য করে। মুঠো ফোনের মাধ্যমে আমরা সমগ্র বিশ্বের সাথে সংযুক্ত। কয়েক বছর আগেও আমাদের কাছের এবং প্রিয় মানুষদের সাথে যোগাযোগ সমস্যা হত। সেটা অনেক ব্যয়বহুল ছিল। ফোন ব্যবহার করা সুবিধাজনক এবং কম খরচে মানুষের সাথে যোগাযোগ করতে পারি । এটির কিছু ক্রিয়াকলাপ আছে: ফোন করা, গান শোনা, ছবি তোলা, ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ, তথ্য জমা রাখা ইত্যাদি। বলা যায় কয়েকদিন পর মোবাইল ফোন কম্পিউটাররের দায়িত্ব পালন করবে।