314 বার প্রদর্শিত
"নিত্যনতুন সমস্যা" বিভাগে করেছেন Level 4
আপনি উত্তর দিলে যুক্তি সহকারে দিবেন।

1 উত্তর

–1 টি ভোট
করেছেন Level 5
হ্যাঁ ক্রিকেট খেলা জায়েজ আছে বলে আমি মনে করি।কিন্তু আপনি ক্রিকেট খেলা খেলবেন টাকা দিয়ে না।কেননা আপনি যদি টাকা দিয়ে ক্রিকেট খেলেন তাহলে সেটি জুয়ায় পরিনত হয়ে যাবে।যা ইসলামের শরিয়তে নেই।সময় সংক্ষিপ্তের কারণে এখানেই শেষ করলাম।আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন।ধন্যবাদ
করেছেন Level 4
ভাই আপনার উত্তরটি সম্পূর্ণ হয়নি। কোন খেলা টাকা দিয়ে খেললে সেটা জুয়ায় পরিণত হয় তাই এ খেলা হারাম শুধু এটা না,যে খেলার মধ্যে হার এরং জিত আছে সে খেলাও জায়েজ নেই।তাই ক্রিকেট খেলায় যদি হার এবং জিত থাকে সেটাও জায়েজ নাই।
করেছেন Level 5
আচ্ছা ঠিক আছে।আমি হাদিস সম্পর্কে বেশি অবগত না।যার কারণে সামান্য ভুল হতেই পারে।
করেছেন Level 8
@abdul hannan আপনার কাছে কি উপযুক্ত কোন দলিল রয়েছে যে ক্রিকেট খেলায় হার জিত রয়েছে তাই এটা হারাম।দলিল থাকলে পেশ করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...