উত্তরঃ ঢাকা শহরের জ্যাম অর্থাৎ যানজট যেভাবে কমানো সম্ভব তা উল্লেখ করা হলঃ ঢাকা শহরে যানজটের কারণ অনেক । যান চলাচলের রাস্তার স্বল্পতা, অপরিসর রাস্তার মোড়ে মোড়ে বাস থামিয়ে যাত্রী তোলা ও নামানো, অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, হকারদের ফুটপাত দখল ইত্যাদি ছাড়াও আরো অনেক কারণ আছে । এই যানজট নিরসন করে নাগরিক জীবনকে স্বাস্তিদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে । যেমনঃ-রাস্তার সংখ্যা বৃদ্ধি করা এবং বিদ্যমান রাস্তাগুলো প্রশস্তকরণ, রাস্তার উপর গাড়ি ও নির্মাণ সামগ্রী রাখা সম্পূর্ণরূরে নিষিদ্ধকরণ, মোড়ে মোড়ে যাত্রী ওঠা-নামা বন্ধ করা এবং ট্রাফিক আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল করার জন্য প্রচারাভিযানের ব্যবস্থাকরণ । বর্ণিত পদক্ষেপগুলো আন্তরিকভাবে গৃহীত হলে আমাদের বিশ্বাস যানজট সমস্যার অনেকটা সুহারা করা সম্ভব হবে ।