প্রতিকূল পরিবেশ যেমন দীর্ঘস্থায়ী বন্যা,লবাণাক্ততা,উচ্চতাপ,নিম্নতাপ ইত্যাদির প্রভাবে গাছে শারীরবৃত্তীয় বিভিন্ন উপাদান যেমন-পানি,খনিজ পদার্থ ইত্যাদির অভাব ঘটে।তখন ফসল ঐ পরিবেশে বৃদ্ধি পেতে পারে না।এতে ফসলের ফলন কমে যায়।এ জন্য প্রতিকূল পরিবেশে ফসল ভালো জন্মায় না।