উদ্ভিদের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।কিন্তু অধিক বৃষ্টিপাত ফসলের জন্য ক্ষতিকর।অতিবৃষ্টির ফলে অনেক শাকসবজির গোড়া পচে যায়,ফল গাছের ফুল ও ফল ধারণ ব্যাহত হয় এবং ফলন কম হয়।অতিবৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হলে ডালজাতীয় শস্য,তোষাপাট,শনপাট,চা ইত্যাদি ফসল মারা যায়।আম গাছে পুষ্পায়নের সময় বৃষ্টি হলে পরাগায়ন ও নিষেক ব্যাহত হয়ে আম রোগাক্রান্ত হয়।অনেক ক্ষেত্রে ফসল সংগ্রহের অল্প ক'দিন আগে বৃষ্টি হলে ফসলের সংরক্ষণ গুণ মারাত্মকভাবে ব্যাহত হয়।