যদি ফসল উৎপাদনকালীন সময়ে হঠাৎ আবহাওয়ার অস্বাভাবিক আচরণের কারণে ফসলের ক্ষতি হয় তবে তাকে ফসলের বিরূপ আবহাওয়া বলে। বৈশিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিকূল পরিবেশজনিত সমস্যার একটি হলো-খরা।জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপ বৃদ্ধি পাচ্ছে।বৃষ্টিপাত অনিয়মিতভাবে হচ্ছে।ফলে গাছের অস্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য দেহে প্রয়োজনীয় পানির ঘাটতি আবস্থা বিরাজ করছে।বোরো মৌসুমে এবং আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।বৃষ্টি নির্ভর আমন মৌসুমে সাধারণত চাষিদের সেচ দেওয়ার কোনো পূর্বপ্রস্তুতি থাকে না।ফলে নীরব খরায় ধানের ফলন হ্রাস পাচ্ছে।খরার কারণে ফসলের ফলন ১৫-৯০ ভাগ হ্রাস পাচ্ছে।