মাঠ ফসলের বহুমুখীকরণ বলতে কোনো একক ফসল বা একক প্রযুক্তির ওপর নির্ভর না করে ফসল বিন্যাস,মিশ্র ও সাথি ফসলের চাষ ও খামার যান্ত্রিকীকরণকে বোঝায়।মিশ্র ও সাথি ফসলের চাষ বলতে একাধিক ফসল যা ভিন্ন সময়ে পাকে,ক্রমবৃদ্ধির ধরণ ভিন্ন,মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে এগুলোর একত্রে চাষকে বোঝায়।মিশ্র ও সাথি ফসল চাষে পোকামাকড়,রোগবালাই এবং আবহাওয়াজনিত ঝুঁকি হ্রাস পায়।