উত্তর: কোনো গতিশীল বস্ত্ত যদি একই পথ বারবার অতিক্রম করে তাকে পর্যাবৃত্ত গতি বলে। উদারহারণ: মনে করি, আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় খেলা হবে। আমি মাঠের ১ কোনায় দাড়িয়ে আছি। চারপাক দৌড়ের ১ জন প্রতিযোগী আমাকে একই দিক থেকে ৪ বার অতিক্রম করে যাবে। এটা পর্যাবৃত্ত গতি।