383 বার প্রদর্শিত
"নিত্যনতুন সমস্যা" বিভাগে করেছেন Level 6
আগামী ১লা মে আমার কাজিন (খালাতো বোন) -এর বিয়ে। সে আমার ছোট। 

এখন তার বিয়েতে কী দিতে পারি..? 

আমার বাজেট ১৫০০ টাকা। 

উপহারটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে।

3 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8
আপনি একটি "ওয়ালমেট" দিতে পারেন, যা ঘরের দেয়ালে স্মৃতি হিসাবে লটকানো থাকবে আজীবন।
করেছেন Level 6
ধন্যবাদ।

আরো ভালো কিছু আশা করেছিলাম।
0 টি ভোট
করেছেন Level 7
ক্রেস,ঘড়ি আর ভাল কিছু লেখকের বই দিতে পারেন,,,,,,
0 টি ভোট
করেছেন Level 2
শাড়ি কিংবা জামা কাপড় ও দিতে পারেন । গ্রাস কিংবা কাপ পিরিস সেট দিতে পারেন । তারপর পানি ফিল্টার দিতে পারে ।
করেছেন Level 2
আপনি তাকে গহনার সেট দিতে পারেন

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
2 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...