195 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 8

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 6
নামাজ ভঙ্গের কারণ ১৯ টি :
১. নামাজে অশুদ্ধ কিরাত পড়া।
২. নামাজের ভিতর কথা বলা।
৩. কোনো লোক কে সালাম দেয়া।
৪. সালামের উত্তর দেয়া।
৫. উহ আহ শব্দ করা।
৬. বিনা উজরে কাশা।
৭. আমলে কাসির করা।
৮. বিপদে কি বেদনাই শব্দ করিয়া কাদা।
৯. তিন তাসবীহ পরিমাণ সতর খুলিয়া থাকা।
১০. মুক্তাদি ব্যাতীত অপর ব্যাক্তির লুকমা লওয়া।
১১. নাপাক জায়গায় সিজদা করা।
১২. সাংসারিক কোন বিষয়ে প্রার্থনা করা।
১৩. খাওয়া ও পান করা।
১৪. হাঁচির উত্তর দেয়া।
১৫. কিবলার দিক হয়তে সিনা ঘুরিয়ে যাওয়া।
১৬. সুসংবাদ ও দু:সংবাদের উত্তর দেয়া।
১৭. ঈমামের আগে মুক্তাদি দাঁড়ানো।
১৮. প্রতি রুকনে দুই বারের বেশি শরীর চুলকানো।
১৯. নামাজে কুর্আন শরিফ দেখিয়া পরা।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
18 মে 2018 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন builderbd Level 6
1 উত্তর
06 জুন 2018 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Munir Hasan Level 8
1 উত্তর
07 মে 2018 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন builderbd Level 6
1 উত্তর
23 সেপ্টেম্বর 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন molla Level 5
0 টি উত্তর
28 মে 2020 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন KHAN BAHADUR SHADI Level 5
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...