জীব ও জড়ের পার্থক্যঃ
1. জীবের প্রাণ আছে , জড়ের প্রাণ নেই ।
2. জীব খাদ্য খায় , জড় খাদ্য খায় না ।
3. জীব শ্বাস প্রশ্বাস নেয় , জড় শ্বাস প্রশ্বাস নেয়না ।
4. জীবদেহে প্রাকৃতিক বৃদ্ধি ঘটে , জড়ের প্রাকৃতিক বৃদ্ধি হয়না ।
5. জীব চলাচলে সক্ষম , জড় চলাচলে অক্ষম ।
6. জীবের অনুভূতিশক্তি আছে , জড়ের অনুভূতিশক্তি নেই ।
7. কয়েকটি জীবঃ মানুষ , মাছ ,হাতি ইত্যাদি এবং কয়েকটি জড়ঃ ঘরবাড়ি , চেয়ার , টেবিল ইত্যাদি ...