বাংলাদেশের সড়ক দুর্ঘটনার বড় কারনে হচ্ছে অদক্ষ ড্রাইভার,ফিটনেসবিহীন গাড়ি এবং পথচারীদের অসচেতনা।বাংলাদেশের বেশিরভাগ ড্রাইভারেরই লাইসেন্স নেয় এবং অধিকাংশই ট্রাফিক আইন কানুন সম্পর্কে তেমন কিছু জানে না এর সাথে রয়েছে ফিটনিসবিহীন গাড়ি,বেশিরভাগ গাড়িই লক্কর ঝক্কর।আর পথচারীদেরও অসচেতনতা রয়েছে।আমাদের সবসময় রাস্তাঘাটে চোখ কান খোলা রেখে চলাফেরা করা উচিত এবং রাস্তাপারাপারের সময় ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত।