398 বার প্রদর্শিত
"সাধারণ" বিভাগে করেছেন Level 7
চাঁদ নিয়ে কবিতা দিন 

2 উত্তর

0 টি ভোট
করেছেন Level 5
চাঁদের ভিতর চাঁদ ভাঙে ---রুদ্র গোস্বামী । . আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে আমার কষ্টে সে নিজেকে উজাড় করে কাঁদুক। তার তিলের মতো কলঙ্ক থাকুক, আলোর মতো রূপ থাকুক। তার দিকে দেখতে দেখতে আমি ভাবি সব থেকে সুন্দর দৃশ্যটি বুঝি এই । আমার তাকে দেখতে ভালো লাগুক। তাকে ছুঁয়ে আমি বলি, সে আমার ভীষণ রকম সুখ। আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে তার জন্ম শুধু আমার জন্যে থাকুক। তার মৃত্যু শুধু আমার জন্যে থাকুক। তাকে পেয়ে আমি বলি, তার জন্যে আমি এর আগেও বহুবার জন্মেছিলাম। তার জন্যে আমার অপেক্ষা ছিল,অশ্রু ছিল। অজস্র চিঠিতে তাকে আমি ভালবাসি লিখেছিলাম। আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে তার আলো শুধু আমার জন্যে থাকুক। তার কথা শুধু আমার জন্যে থাকুক। এতো রূপের মধ্যে, এতো প্রাণের মধ্যে সে শুধু আমাকেই ফিরে দেখুক এমন তো নয় মেয়ে বলে কেউ রূপ খুঁজবো না এমন তো নয় কালো মেয়ের চাঁদ ভাবতে নেই ...
0 টি ভোট
করেছেন Level 6

চাঁদ আর আমি৷ - আবু নাছের জুয়েল

আজ বহুদিন পর হঠাৎ আবার, খোলা আকাশ,খালি বাড়ির ছাদ আরও আছে দূর আকাশেৱ , আমার সব সময়ের সাথী ওই চাঁদ৷ বহু দিন পর আজ আবার দেখছি ওই চাঁদ, যেমনি ছিল আজো আছে ঠিক তেমনি৷ আমার ছোট বেলায় মায়ের ঘুম পড়ানি আয় আয় চাঁদ মামা কিংবা, কোন গল্পে যেখানে, সুতা কাটে চাঁদের ওই বুড়ি৷ একে একে আজ ছেড়ে গেল সাবই মা, বাব, কাজলা দিদি ,আর ভাই৷ আজো আছি আমি আর ওই চাঁদ, হারিয়েছি আপন অনেক, হয়েছে আপন আনেকে, নতুনের ভীড়ে পুরাতন আমি, আছি শুধু যাবার আপেক্ষায়৷ বহু দিন পর একলা এ রাতে, চাঁদটাকে দেখে শুধু হিংসে হয়, চলে গেল মোর কত আপন জনা, হারিয়েছি কত বন্ধন, বহুদিন আগে ছিল যেমন চাঁদ, আছে যেন আজো ঠিক তেমনি৷ রূপ আর যৌবনে কমেনি তো তার, বেড়ছে বরং বেশি, হারাবে না চাঁদ তুমি কখনো, হারিয়ে যাব এই আমি৷
করেছেন Level 8

অন্য কোন সাইট কপি করলে সেই লেখা গুলি paste box এর মাধ্যমে insert করুন।সরাসরি মুল বক্সে insert করবেন না।

নিচের স্কিন সর্টটি দেখুনঃ

image
করেছেন Level 6
+1
ধন্যবাদ আপনাকে.......

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
30 অগাস্ট 2019 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
1 উত্তর
02 মে 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md tushar Level 6
0 টি উত্তর
30 মার্চ "শিক্ষা প্রতিষ্ঠান" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
25 মার্চ 2020 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন জিহাদ মিয়া Level 4
2 টি উত্তর
27 ডিসেম্বর 2019 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nir Level 1
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...