জিপিএস (GPS) এর পূর্ণরূপ Global Positioning System (গ্লোবাল পোজিশনিং সিস্টেম)।
এটি হল একটি স্যাটেলাইট বেসড ন্যাভিগেশন সিস্টেম যা নির্দিষ্ট সময়ে কোন কিছুর অবস্থান সম্পর্ক্র তথ্য প্রদান করে। আমরা সবাই কমবেশি জিপিএসের সাথে পরিচিত। কিন্তু এটি কিভাবে কাজ করে তা কি আমাদের জানা আছে? এই পুর সিস্টেমটি ২৪টি স্যাটেলাইটের সাহায্যে কাজ করে। এগুলো মুলত বসানো হয়েছিল ইউএস ডিফেন্স বিভাগের জন্য।