নির্বিকে প্রতিমাসে দুইজন বিজয়ী নির্বাচন করা হবে।একজন হবে সেরা প্রশ্নকর্তা এবং আরেকজন সেরা উত্তরদাতা।প্রশ্নকর্তা এবং উত্তরদাতা নির্বাচনে পয়েন্ট বিবেচনা করা হবে না।প্রশ্ন এবং উত্তরের গুনগত মানের উপর নির্ভর বিজয়ী নির্বাচিত হবে।
পুরস্কার হিসেবে থাকছে দারাজের গিফট কার্ড!