রাতের বেলা মনটা খারাপ হয়ে গেলো। এমনিতেই রেগুলার হতে পারিনা ফেসবুকে মাস্টার্স ফাইনাল এ
ক্সামের আগের চাপের জন্যে। সেজন্য গফও টোটালি ডিলিট করে দিবে ভাবিনি। সংক্ষেপে ঘটনা টা এমন, ভার্সিটির ক্লাস শুরুর ২ মাসের মাথায় আমাদের রিলেশন। চার বছর চুটিয়ে প্রেম করলাম। অনার্স ফাইনালের চারদিন পরই গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেলো৷ আমি আগে জানতেও পারি নাই। মাঝে পারিবারিক কিছু সমস্যার জন্যে জবে ঢুকতে হয়েছিলো আর একারণেই পড়ালেখায় একটা বিরতি আসে। ফেসবুকে সেভাবে আসা হতো না। তাও ওর সাথে কথা হতো। কথা না হলেও ও রেগুলার ফোন দিতো। দিন বিশেক থেকে ওর পাত্তা নাই। আমিও যোগাযোগের ট্রাই করি নাই। আজ বহু পুরনো এক বন্ধু খবর দিলো সে মা হয়েছে। কেমন লাগে!
আমি তো আর খামাখা ভালোবাসার চাপ দিয়ে তাকে বলিনি ব্যাক করতে বা অসাধ্য সাধন করতে। আমার মামা হওয়ার ঘটনা কেন অন্যের থেকে শোনা লাগবে! সে গত এক বছরে একবারও কেন বললোনা সে গর্ভবতী! এভাবেই ঠিক বিয়ের কথাটাও আমাকে বলার প্রয়োজন মনে করে নাই কয়েক বছর আগে৷ বিয়ের দুইদিন আগেও ঘুরেছিলাম একসাথে। একবারই ভালোবেসেছিলাম,, তার পুরোটাই দেখি ফাঁকি। মেয়েদের পেটে কি বোমা থাকলেও ফাটবেনা?
খুব মনটা খারাপ হয়ে আছে সবমিলিয়ে৷