469 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 2
দয়া করে সঠিক পরামর্শ দিবেন।

2 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8
আপনি রোদে বেশি যাবেন না।গায়ের রং কালো হয় রোদে গেলে।আর যদি রোদে যাওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে মুখে সানস্কিন ক্রিম লাগিয়ে যাবেন।এই ক্রিম রোদ থেকে আপনার ত্বককে রক্ষা করবে আর বাইর থেকে আসার পর ভালো একটি ফেসওয়াস দিয়ে আপনার মুখ ভালো করে ধুয়ে নিবেন এতে করে ত্বকের মধ্যে  ধুলাবালি ময়লা জমতে পারবে না।আর বেশি বেশি পানি পান করুন।আশা করি আপনি আপনার আগের ত্বক ফিরে পাবেন।
0 টি ভোট
করেছেন Level 7
উত্তর: ত্বকের যত্নে আপনি যা করবেন: ১. নিয়মিত গোসল করা । নিয়মিত গোসল করলে ত্বক বা চামড়ার সংক্রমণ, খুশকি,চুলকানি ইত্যাদি সমস্যা এড়ানো যায়। ২. অন্যের ব্যবহার করা তোয়ালে ব্যবহার করা উচিত নয়। দুই-একদিন পর নিজের ব্যবহৃত তোয়ালে বা গামছা গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করা ৩. ত্বকে কোনোরকম রোগ (যেমন: খোসপড়া, দাদ) দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
30 জুন 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...