রচনা লেখার নিয়ম ঃ প্রবন্ধ রচনার প্রধানত তিনটি অংশ থাকে। ১. ভূমিকা, ২. মূল অংশ ও ৩. উপসংহার। ক. ভূমিকা ঃ যে বিষয়ে প্রবন্ধ রচনা লেখা হয়, সে বিষয়ে শুরুতেই সংক্ষেপে প্রথম অনুচ্ছেদে একটি ধারণা দিতে হবে। এটিই হলো ভূমিকা। এ অংশ হতে হবে বিষয় অনুযায়ী, আকর্ষণীয় ও সংক্ষিপ্ত। খ. মূল অংশ ঃ প্রবন্ধের মধ্যভাগ হলো মূল অংশ। এখানে প্রবন্ধের মূল বক্তব্য পরিবেশিত হতে হবে। বিষয় অনুসারে এ অংশ বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত হতে পারে। প্রতিটি অনুচ্ছেদ যেন মূল প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। এ অংশে কোনো উদ্ধৃতি ব্যবহার করা হলে তা যাতে কোনোভাবেই বিকৃত না হয়, অর্থাৎ মূল রচনায় তা যেভাবে আছে সেভাবেই ব্যবহার করতে হবে। গ. উপসংহার ঃ অল্প কথায় সমাপ্তিসূচক ভাব প্রকাশই উপসংহার। ব্যক্তিগত মত, সমস্যা সমাধানের প্রত্যাশা এই অংশে প্রকাশ করা যেতে পারে।