যে শিক্ষাব্যবস্থায় একজন মুসলমানের ব্যক্তিজীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধিবিধান ও তাঁর সন্তুষ্টি অর্জনের কৌশল শিক্ষা দেওয়া হয়,তাকে ইসলামি শিক্ষা বলে। এ শিক্ষাব্যবস্থায় ইসলামকে পরিপূর্ণরুপে তুলে ধরে শিক্ষার সাথে নৈতিকতার সমন্বয় সাধন করা হয়েছে।কুরআন ও হাদিসের আলোকে সর্বোত্তম তথ্যের ভিত্তিতে শিক্ষা প্রদান করে মানুষকে সর্বোত্তম মানুষ হিসেবে গড়ে তোলাই এ শিক্ষার উদ্দেশ্য।এ শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে সৎ চরিত্রবান খোদাভীরু,দেশপ্রেমিক,দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে।